কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক উৎসব ও মিলনমেলা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে শিক্ষক উৎসব ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাপ্তাই শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটে উৎসব উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
উৎসবে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার। শিক্ষক হাবিবুর রহমান ও ঈসাইনু মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ। মিলন মেলা ও শিক্ষক উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, রাঙ্গামাটি পিটিআই সুপারিন্টেন্ডেন্ট শাহীন আক্তার চৌধুরী, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, পিটিআই সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ এমরানুল ইসলাম মানিক, খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, লামা উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার এবং নানিয়াচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিমি চাকমা।
দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবে ২৫৪ জন শিক্ষক ও তাদের পরিবার অংশগ্রহণ করেন।„