[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
সম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসকমহালছড়ির মাইসছড়িতে সোনালী লাইফ পিএলসি’র উঠান বৈঠকমাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদানমানিকছড়ির চিত্ত সুখ মঙ্গলং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবদীঘিনালায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণবান্দরবানের থানচি বলি বাজারে ১৩ দোকান ভষ্মিভুতভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমা
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া’র পুরষ্কার বিতরণ

২২২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিব কান্তি দাশ, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করলে চলবে না। তার ফাঁকে মেধা বিকাশে খেলাধুলায় নিজেকে মনোনিবেশ করতে হবে। বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সুনজর রাখতে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। পুনরায় তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বিদ্যালয়ে সার্বিক বিষয়ে সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, ছাত্রীদের সুস্থ প্রতিভা বিকাশে বেশি বেশি লেখাপড়া করতে হবে, পাশাপাশি রীতিমতো শরীরচর্চা করতে হবে। কারণ লেখাপড়ার জন্য সুস্থ শরীর ও মনের প্রয়োজন পরে। এজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। এতে শিক্ষার্থীদের পড়া লেখার উৎসাহ আরো বেড়ে যায়। শিক্ষার্থীদের পাঠদান এর সাথে খেলাধুলা সম্পৃক্ত হওয়ায় এতে তারা ব্যাপক উৎসাহে অংশ নিয়ে নৈতিকতা সহ বিভিন্ন বিষয় বুজতে পারে।

সভাপতির বক্তব্যে মোঃ আমিমুল এহসান খান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে। স্মার্ট জাতি গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবকদের স্মার্ট হতে হবে। পরে আমন্ত্রিত অতিথিবৃন্ধ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন।