যারা দলের সুবিধা লইয়া আকাম করিয়াছে তাইনেগোর বিষয়ে ব্যবস্থা লইতে হইবে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে। কারেন্ট শীতে নাকি ব্যাটা কোভিট পোক্ত হইবে। এই বজ্জাতের হাড্ডি অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুইতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…
মং জেঠা কহিলো বান্দরবানের চিম্বুক এলাকায় ম্রো জাতি গোষ্টিরে আদি বাস্তু ভিটা হাইতে উচ্ছেদ করিতে ষড়যন্ত্র চলিতেছে। এইসব ষড়যন্ত্র লইয়া ম্রো জাতি গোষ্টি আন্দোলনে নামিয়াছেন। তাঁগো বস্তভিটা রক্ষার দাবিতে গেল রবিবার কালচারাল শোডাউন লইয়া প্রতিবাদ সমাবেশ করিয়াছে। কথা হইলো বান্দরবানের বহুত উপজেলায় নানান কিসিমের শয়তানের দল খালি গন্ডোগল আর গন্ডোগল করিয়া দূর্নামই লেপন করিয়া যাইতেছে। দেশের লুটেরা পুঁজিপতির দল গুরাইনের লোলুপ দৃষ্টির কারনে বান্দরবানে খালি অত্যাচার আর অত্যাচার চলিতেছে। জেঠা-জেঠিরা চিল্লা ফাল্লা করিলেও মনে হইতেছেনা কেহই হুনিতেছে, চিন্তায় আছি…
জুলু জেঠা কহিলো জুম্মজাতির অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার সাইত্রিশ তম মৃত্যু বার্ষিকী পালন করিয়া তিন জেলা জুম্ম জাতি। তাইনের স্মরণে তিন জেলার আনাচে কানাচে নানান অনুষ্ঠান পালন করিয়াছে। কথা হইলো হ¹লই দিবসটি পালন করিয়াছে কিন্তু একাট্টা হইতে পারিতেছেনা। ভাগে ভাগে থাকিলে গুন বিয়োগ হইতে থাকিবে। তয় শান্তির জইন্য এক কাতাওে হওনের দরকার, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো চারণ সাংবাদিক আমাগো দৈনিক গিরিদর্পণ সম্পাদক হাজী একেএম মকছুদ আহমদকে সাংবাদিকতার পঞ্চাশ বছর পূর্তিতে কাপ্তাই প্রেস ক্লাবের সাংবাদিকরা সংবর্ধনা দিয়াছে। যাউ¹া জীবনের শেষ প্রান্তি আসিয়া এই সংবর্ধনা আমাগো সাংবাদিকতার মান মর্যাদারে অক্ষুন্ন রাখিতে মজবুত ভুমিকা পালন করিয়াছে। কথা হইলো দেশে অপসাংবাদিকতারে বধ্ করিতে সৎগোরে এক হইতে হইবে, চিন্তায় আছি…
আমাগো জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা জেঠা কহিলো ফেস বুক নয় মাঠেই সুস্থ রাজনীতির করিতে হইবে। খালি কোন্দলে কোন্দলে থাকিলে চরিবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ত্বরান্বিত করিতে যে কোন মূল্যে এক হইতে হইবে। কথা হইলো বহুতে উন্নয়নের কাজ লইয়া না করিয়া টাকা পয়সা হাতাইয়া জনগনরে ঠকাইয়াছে তাঁগোর বিরুদ্ধে কি ব্যবস্থা লইয়াছে হেইডাতো কহিলো না। যারা দলের সুবিধা লইয়া আকাম করিয়াছে তাইনেগোর বিষয়ে ব্যবস্থা লইতে হইবে, চিন্তায় আছি…
অরুন জেঠা কহিলো রাঙ্গামাটির বৌদ্ধ তীর্থ স্থান রাজবন বিহারে এইবার কঠিন চীবর অনুষ্ঠানে চীবর (কাপড়) তৈরী হইবে না। মহামারী করোনার কারনে বিচার পরিচারনা কমিটি এই সিদ্ধান্ত নিয়াছেন। তয় স্বাস্থ্য বিধি মানিয়া ২৭ নভেম্বর সাদমাঠা অনুষ্ঠান হইবে। যাউ¹া করোনা দুর হইতে হ¹ল জেঠা-জেঠিদের প্রার্থনা করিতে হইবে, চিন্তায় আছি…
কবির জেঠা কহিলো সন্ত্রাসীগোর ব্রাশ ফয়ারে ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২), সুভাষ তঞ্চঙ্গ্যা (৪২) নিহত হইয়াছে। পাহাড়ে কখন কার কপালে কি জুটিতেছে তা লইয়া জেটা-জেঠিরাও চিন্তায় রহিয়াছে। ক’দিন ঠান্ডা থাকনের পর আবার গরম চালাইতেছে। ডরে ভয়ে কেহই মুখ খুলিতেছে না। কথা হইলো শাসন না করিয়া কূশাসন করিলেতো বার্তিতো নিভিয়া যাইবে, চিন্তায় আছি…
খান জেঠা কহিলো রাজস্থলী পাহাড়ে একত্রিশ পরিবার দূর্যোগ সহনীয় ঘর পাইয়া শেখ হাসিনারে দুই হাত তুলিয়া দোয়া করিতেছে। এইসব দরিদ্র পরিবার সুখের ঘরের সুখ লইয়া মহা খুশি। যাউ¹া দরিদ্ররা খুশি হইলে হ¹লই খুশি। কথা হইলো ঘরের প্রতি দরদও থাকিতে হইবে, ভক্তও হইতে হইবে, চিন্তায় আছি…
নয় জেটা কহিলো নগরের অলি গলির বহুত রাস্তা অযত্ন অবহেলায় পড়িয়া থাকিতে থাকিতে এখন ভাঙ্গিতে ভাঙ্গিতে ভাঙ্গাচোড়ায় পড়িয়া গরু ছাগলও ট্যাংয়ে ব্যথা পাইতেছে। ভোটের আসায় টুকটাক কাইজ যা হইতেছে তাও তিন মাস পর মুছিয়া যায় মতন কাজ হইতেছে। বহুত জায়গা দেখা যাইতেছে কাজ না করিয়াও নাম ফলক লাগাইতেছে। কথা হইলো নগর জেঠা জেঠিগোরে হজাগ থাকিতে হইবে। চোর ডাকাইতরে মনোনয়নও নয়, ভোট নয় তয় ভোটের বাক্স পহড়া দিতে হইবে, চিন্তায় আছি…
আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন আস্তে আস্তে চুইংগামের মতন লম্বা হইতেছে। তলে বলে নেতারা ফাইট কিরতেছে চেয়ার দখলের জইন্য। এমনিতে পার্বইত্য চট্টগ্রামের কয়েকটি নারী ধর্ষণ ঘটনায় আমামীলীগের নেতাগোর দফা রফায় পাহাড়ের বিজ্ঞ জেঠা জেঠিরা ছিঃ ছিঃ করিতেছে। পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল হইয়া পড়িবে। মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। ৫৭ মাস ভুলিয়া থাকিয়া বাকি ৩ মাস নগরের জেঠা-জেঠিরে বুকে টানিয়া নির্বাচনী বৈতরণী পার হওনের সময় শেষ হইয়াছে। লেদু নাকি ভোটও দিবে আবার বাক্স পাহাড়া দিবে, ভোট চুরি করিলে নাকি খবর আছে, চিন্তায় আছি…
আকাশ জেঠা কহিলো, বান্দরবানের ঘমধুম সীমান্তের মাদক ব্যবসায়ীরা পাচার করিতে যাইয়া দুই লাখ ইয়াবাসহ ধরা খাইয়াছে। এই সবের মুইল্য নাকি ছয় কুটি টাকা। আমাগো বিজিবি’র সদস্যরা সন্দেহ হইলে তল্লাসি করিতে যাইয়া এই মাদক ধরা খাইয়াছে। কথা হইলো সীমান্তে মাদক কারবারীর সংখ্যা বাড়িয়াছে। শুধু ঘেরা-বেড়ায় বন্ধ হইবে না তল্লাসীতে কঠোর হইতে হইবে, চিন্তায় আছি…
মানিক জেঠা কহিলো আমাগো রাঙ্গামাটি শহরের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনিতে জেলা আর পুলিশ প্রশাসন উদ্যোগ লইতেছে। এই উদ্যোগ বাস্তবায়ন করিতে পারিলে চোর ডাকাইত বদমায়েশরা ধরা পড়িবে। যাউ¹া এইডা ভালো উদ্যোগ হইবে। তয় দ্রুত বাস্তবায়ন হওনের দরকার, চিন্তায় আছি…
ভাইপো রে পার্বত্য এলাকায় রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
১৫ নভেম্বর, ২০২০ খ্রিঃ