হিল ট্যুরিজম সার্ভিস ২য় বর্ষে পদার্পন
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলে ভ্রমনপিপাসুদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে গত বছর যাত্রা শুরু করেছিল হিল ট্যুরিজম সার্ভিস। এক বছরেই ভ্রমনপিপাসু ভাই-বোনদের মনে আস্থার জায়গা করে নিয়েছে হিল ট্যুরিজম সার্ভিস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের বনরূপাস্থ বনফুল রেস্টুরেন্টে কেক কাটার মাধ্যমে প্রথম বর্ষ উৎযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, হিল ট্যুরিজম সার্ভিসের প্রতিষ্ঠাতা মোঃ গালিব হাসান, হিল ট্যুরিজম সার্ভিসের দায়িত্বে থাকা জোহান রুবেল ও রিমন দে।
এছাড়াও অতিথি ছিলেন, রোটারেক্ট ক্লাব রাঙ্গামাটির সাবেক সভাপতি অলি আহাদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য জাবেদ ইকবাল, মোঃ শাহাজাদা, সামাজিক সংগঠন স্বপ্নবুননের প্রধান সমন্বয়ক নাজিমুল ইসলাম সেতু, রেড ক্রিসেন্ট রাঙ্গামাটির সদস্য মোঃ তানবির সহ শুভাকাঙ্খীগণ। এতে সবাই হিল ট্যুরিজম সার্ভিসের জন্য শুভকামনা প্রকাশ করেন ।