পানছড়িতে ৪কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ৪ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত দশটার দিকে বিশেষ অভিযান পরিচালনাকালে পানছড়ি বাজার হতে ধুদুকছড়াগামী সড়কে অদ্যুৎ চাকমা (৩২) নিকট হতে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে উপজেলার ২নং চেঙ্গী ইউপির ৮নং ওয়ার্ডের পুষ্পধন চাকমার সন্তান।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম জানান, এই ঘটনার বিষয়ে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।