রাজস্থলীতে সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বাজারস্থ কাপ্তাই হ্রদ দিয়ে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব কাঠ জব্দ করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাজারস্থ কাপ্তাই হ্রদ দিয়ে অবৈধভাবে সেগুন কাঠ (রদ্দা) পাচার করছে একদল অসাধু ব্যবসায়ী। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাব জোন ২৩ বেঙ্গলের নিরাপত্তা বাহিনীর একটি টিম খবর পেলে অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে কাঠ রেখে আসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ (রদ্দা) জব্দ করেন নিরাপত্তা বাহিনী।
এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠগুলো জব্দ করা হয়। এসব কাঠ রাজস্থলী রেঞ্জ বন বিভাগকে হস্তান্তর করা হয়।
রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী বলেন, বুধবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে কাঠ জব্দ করে তাদের কাছে হস্তান্তর করে,। এ বিষয়ে বিভাগীয় বন মামলার প্রক্রিয়া চলছে। কাঠ চোরাকার্বারীদের প্রতিরোধ করতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।