দীঘিনালায় দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
মুজিববর্ষে সকল মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়ন ও ব্যবস্থাপনা ১৭ টি দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করছে দীঘিনালা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১২নভেম্বর) দুপুরের উপজেলা পরিষদের প্রাঙ্গণে ১৭ টি দুঃস্থ পরিবারের মাঝে ছাগল গুলো বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ এর নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ।
এদিকে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে ১০০ দুঃস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ এর উদ্ভোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।