[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছেআগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা

৮৪

॥ তুফান চাকমা ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমা এর সভাপতিত্বে শহরের গাউছিয়া মার্কেট সংলগ্ন অ্যাড. তোষণ চাকমার চেম্বারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি অমল কান্তি চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাড. তোষণ চাকমা, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাড. শিশু মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক ড. নিখিল চাকমা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জীবন বিকাশ চাকমা, সাংস্কৃতিক সম্পাদক বিদ্যুৎ শংকর ত্রিপুরা, সদস্য অ্যাড. প্রোজ্জ্বল চাকমা, সদস্য অবিনাশ চন্দ্র চাকমা, সদস্য তুফান চাকমা, সাবেক ছাত্রনেতা সুখেন চাকমা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের আজকের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পাকিস্তানি কারাগারে বন্দি অবস্থায় ছিলেন। স্বাধীনতার যুদ্ধ শেষে ৮জানুয়ারি কারামুক্তি লাভ করে তিনি লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন। জাতির জনকের কারণে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ কখনো স্বাধীন হতোনা। বঙ্গবন্ধু সারাজীবন দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি এই দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা ও বাংলাদেশের প্রধানমন্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই দৃশ্যমান উন্নয়নের কারণে তিনি চতুর্থবারের মতো আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সভা শেষে বঙ্গবন্ধু পরিষদের ১বর্ষ ফুর্তি উপলক্ষে কেক কাটেন সংগঠনটির নেতৃবৃন্দরা।