[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট জাল পুড়িয়েছে মৎস্য কর্পোরেশনঅন্তবর্তী সরকারের দুই উপদেষ্টার বিতর্কিত কার্যক্রমের প্রতিবোদে রাঙ্গামাটিতে বিক্ষোভকাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকাপ্তাই বিএসপিআইয়ের পরিত্যক্ত সাত প্রতিষ্ঠানে অগ্নিকান্ডপাহাড় কাটার দায়ে লামায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানাবান্দরবানের লামা পৌরসভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণারামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনদীঘিনালায় সাম্প্রীতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভাআলীকদমে সাম্প্রীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতরাজস্থলীতে কৃষি অধিদপ্তরের সার-বীজ ও চারা বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত বাজার

৯ বছর পর প্রাণ ফিরে পেয়েছে দীঘিনালার কবাখালী বাজার

৭০

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

দীর্ঘ ৯ বছর পর প্রাণ ফিরে পেয়েছে খাগাড়ছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজার। এসময় ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বাজার। সোমবার (৯ নভেম্বর) সকালে দীঘিনালা জোন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সাপ্তাহিক বাজারটি চালু করা হয়। পরে বাজারটি চালু করার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন উপ-অধিনায়ক জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, জন সংহতি সমিতি জেএসএস (এমএন লারমা) এর সাধারণ সম্পাদক এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং ইউপিডিএফ ( গনতান্ত্রিক) এর দীঘিনালা উপজেলা সমন্বয়ক জনপ্রিয় চাকমা।

আলোচনা সভা শেষে আগত সকলেই এক সাথে বেলুন উড়িয়ে কবাখালী বাজারের সাপ্তাহিক হাট উদ্ধোধন করেন।
উপজেলার বড়াদম এলাকার খুচরা ব্যবসায়ী বীর কুমার চাকমা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ হাটে পণ্য সামগ্রী নিয়ে আসি। ভালোই বিক্রি হয়েছে।

কবাখালী এলাকার হাচিনসনপুর এলাকার খালখুল পাড়া অনিতা চাকমা জানান, কবাখালী বাজার চালু হওয়াতে আমরাই বেশী উপকৃত হবো। আমি মুরগী বিক্রি করতে এনেছি সবগুলো বিক্রি করেছি। এ ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, বাজারটি চালু থাকলে স্থানীয় লোকজন তাদের উৎপাদিত পন্যের সঠিক মূল্য পাবেন। উপকৃত হবে ক্রেতা বিক্রেতা সবাই। এসময় তিনি কবাখালী বাজারে পাহাড়ী বাঙ্গালীর মিলনমেলা এবং সাম্প্রদায়ীক সম্প্রীতি ধরে রাখার জন্যে সবাইকে আহবান জানান।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ ডিসেম্বর দীঘিনালা উপজেলার কবাখালী বাজারে সংগঠিত একটি হত্যাকান্ডকে ঘিরে বাজার বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠিরা। ফলে দীর্ঘ ৯ বছর বাজার চালু হওয়ায় বেশ খুশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। প্রতি সোমবার মিলবে এই সাপ্তাহিক বাজার।