[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স’মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভাবাঘাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির দীঘিনালায় ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ সনদ প্রদানরাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভারাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়িতে দেড় দশক পর সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্নরামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটকএকটি দল দেশে চাঁদাবাজি দখলদারি নিয়ে ব্যাস্ত আছে, খাগড়াছড়িতে চরমোনাই পীর
[/vc_column_text][/vc_column][/vc_row]

আওয়ামীলীগ সরকার নির্বাচিত হলে এলাকায় যা প্রয়োজন সব করব: বীর বাহাদুর

৮৩

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়নে ও সদর ইউনিয়নে নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের জন্য আবারও ভোট চেয়ে বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার আবারও নির্বাচিত হলে আমার এলাকায় যা প্রয়োজন সব করব। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপজেলা জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩ ঘটিকার সময় আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মার সঞ্চালনার মধ্যে দিয়ে নির্বাচনী নির্বাচনী জনসভা শুরু হয়।

নির্বাচনী প্রচারণা সভায় তিনি আরো বলেন, এবার যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, পার্বত্য বান্দরবানের এই দূর্গম জনপদের উন্নয়ন সর্বাত্মক চেষ্টা করবো এবং অসমাপ্ত গুলো বাস্তবায়ন করব। আমি ওয়াদা করিনা কাজ করি। একদিন আমার জন্য কষ্ট করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগেও আপনাদের সাথে ছিলাম আগামী পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবক এর দায়িত্ব পালন করে যাবো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। যেন পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়ন বন্ধন অটুুট থাকে।

নির্বাচনী সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুংড়ি মং মার্মা, জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।