[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘পহ্ ফুরোক’ নাট্যমঞ্চায়ন

১৭০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

সমাজের মোবাইল আসক্ত, কুসংস্কার, বৈষম্যহীনতাসহ নানা জর্জরিত সমস্যা থেকে আলো ফুটিয়ে তুলতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) নাট্যমঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার রেইছা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার মিলনায়তনে প্রশিক্ষণ শিক্ষার্থীরা সমাজের নানা সমস্যা থেকে সচেতনার বাড়াতে এই নাট্যকার মাধ্যমে তুলে ধরা হয়।

এসময় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আয়োজনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নাট্যমঞ্চায়ন ‘পহ্ ফুরোক’ (আলো ফুটুক) সাত দিনের প্রশিক্ষণ শেষে এই নাট্যকার উপস্থাপন করেন। প্রশিক্ষণে অংশ নেন ১৮ জন ছাত্র-ছাত্রী। ঘন্টাব্যাপী পাহাড়ের বসবাসরত সমাজের বিভিন্ন সমস্যা সম্মুখীন হওয়ার পাশাপাশি সমাধানের বিষয়ে নাট্য মঞ্চায়নে মাধ্যমে ফুটিয়ে তোলেন।

বক্তব্যে প্রধান অতিথি ক্ষুদ্র- নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, সমাজের সকল মানুষকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি বাড়াতে হবে। যাতে বর্তমান সমাজের নতুন প্রজন্মরা নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলে আনতে পারে। এজন্য শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রচার প্রয়োজন। তাই আগামীতেও সংস্কৃতির তুলে ধরতে প্রত্যেক এলাকায় উদ্যেগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের সহকারী পরিচালক লীলা মুরুং, প্রশিক্ষক ছোহ্রি মং মারমা, হ্লাশৈ মারমা, সিনিয়র পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সুশীল কুমার তঞ্চঙ্গ্যাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সবশেষে ১৭জন নাট্যকার প্রশিক্ষনার্থীদের মাঝে সদন পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ক্ষুদ্র- নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা।