নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: অংসুইছাইন চৌধুরী
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে পুরোদমে চলছে নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণা। প্রতীক পাওয়ার পর আওয়ামীলীগের নেতাকর্মীরা কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করেছে।
নেতাকর্মীরা ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপির পক্ষে প্রচার-প্রচারণা করছেন। উপজেলা হতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী অফিস খোলা হয়েছে।
এদিকে রাঙ্গামাটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দিতাকারী অন্য প্রার্থীগুলোর কোন প্রচার প্রচারনা শুক্রবার পর্যন্ত চোখে দেখা যায়নি। শুক্রবার আওয়ামীলীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাইখালী ইউনিয়নে প্রচার-প্রচারণা করে। এসময় রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা ও সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অংসুইছাইন চৌধুরীর নেতৃত্বে উঠান বৈঠক ও জনসংযোগ চলছে।
কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বলেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে নির্বাচনী প্রচার করতে যাচ্ছি সেখানে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি আমরা কাপ্তাই হতে জননেতা দীপংকর তালুকদারকে বিপুল ভোটে জয়ী করবো।