[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিতখুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতে সিদ্ধান্তে মাটিরাঙ্গায় ক্ষোভখাগড়াছড়ির রামগ‌ড়ে ভোট ফর ধা‌নের শীষ এর ক্যাম্পেইনমাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধনছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দীঘিনালা কলেজ ছাত্রদলের বিক্ষোভমাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ফুটসাল ফুটবল টুণার্মেন্ট উদ্বোধন

৯৪

॥ বান্দরবান প্রতিনিধি ॥
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানের ফুটসাল ফুটবল টুণার্মেন্ট শুরু হয়েছে। টুণার্মেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বালাঘাটা একাদশ। রবিবার (১০ ডিসেম্বর) ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় সাঙ্গু বয়েস ক্লাবকে ট্রাইব্রেকারে পরাজিত করে বালাঘাটা একাদশ।

এর আগে বেলা তিনটায় ফানুস উড়িয়ে ফুটবল টুণার্মেন্ট উদ্বোধন করেন জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। খেলায় সাঙ্গু বয়েস ক্লাবের মুখোমুখি হয় বালাঘাটা একাদশ। শুরুতেই দুই দলের পাল্টাপাল্টি আক্রমণ। টানা ৪০ মিনিটের খেলায় কোন গোল দেখা না গেলেও পরে ট্রাইব্রেকারে দুই গোলে জয়লাভ করেন বালাঘাটা একাদশ।

বক্তারা বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় আগ্রহ বাড়ানো জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়। আয়োজকেরা জানান, এবারে ফুটসাল ফুটবল টুণার্মেন্টের ১২টি দল অংশগ্রহণ করছেন। নক আউট পর্বের উদ্বোধনী খেলায় বালাঘাটা একাদশ ও ভাঙ্গামুরা স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে লামা উপজেলার চেয়ারম্যান মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী, আওয়ামিলীগের পৌর শাখা ও ক্রীড়া সংগঠক মো: তাজুল ইসলাম, সদস্য রাজু বড়ুয়া, মধ্যম পাড়া একাদশে আহ্বায়ক উমে মারমা, সদস্য মিজানুর রহমান, বাফুফে রেফারি শিমুল দাশ, অং ম্যা মারমাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।