বরকলে মাতৃত্বকালীন ভাতা প্রদান
॥বরকল উপজেলা প্রতিনিধি ॥
বরকল উপজেলার ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে মাতৃত্বকালীন ভাতা প্রদান করলেন উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর। মোট ৪৫ জন মহিলাকে ৪ লক্ষ ৩২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ ভাতা প্রদান করা হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।
এছাড়াও বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বিউটিফিকেশন ট্রেনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা, সেলাই প্রশিক্ষণ ট্রেনের প্রশিক্ষক সুচিতা চাকমা প্রমূখ।
অন্যদিকে, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আই,জি,এ) প্রশিক্ষণ প্রকল্প এর আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশন ও সেলাই প্রশিক্ষণ ট্রেডের প্রশিক্ষণার্থীদের নিয়ে বাল্য বিবাহ রোধ,যৌতুক প্রতিরোধ, যৌন হয়রানি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। যে নারী যত বেশি দক্ষ সে নারী ততই বেশি সফল। ইচ্ছা শক্তি থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।