[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

১৩৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা সভা অনুষ্ঠিত। শনিবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন বরকল থানা প্রতিনিধি উপ-পরিদর্শক(এসআই) দীপংকর কুমার শীল,মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষক কামনা চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত ছিলেন।পুরুষশাসিত সমাজে নারীদের এগিয়ে যাওয়ার পেছনে তারই (বেগম রোকেয়া) অবদান ছিল।সমাজে শুধু ধর্মীয় গুরুদের পূজো করলে হয়না।যারা সমাজের জন্য দেশের জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করা দরকার বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন,নারী পুরুষ একে-অপরের পরিপূরক। তাই সামনে এগিয়ে যেতে হলে সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। আর বেগম রোকেয়ার যেসকল অবদান রয়েছে তা নারীকেই স্মরণে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম বলেন, নারীদের পেছনে রেখে কোনো রাষ্ট্র এগিয়ে যাওয়া সম্ভব নয়। পুরুষশাসিত শাসিত সমাজে নারীদের একসময় লেখাপড়া করার কোনো সুযোগ ছিলো না।তারপরও ভাইদের সহযোগিতায় লুকিয়ে পড়াশোনা চেষ্টা চালিয়ে গেছেন। এরপর সাখাওয়াত হোসেন এর সাথে বিয়ে ছেড়ে নেন। অনেক প্রতিকূলতা উপেক্ষা করে বেগম রোকেয়া নারী সমাজে জাগরণ সৃষ্টি করেন। তবে তার এগিয়ে যাওয়ার পেছনে তার স্বামীর অবদান ছিল। পরবর্তী স্বামীর মৃত্যুর পরে বেগম রোকেয়া নারী সমাজে নানান অবদান রাখার চেষ্টা করেন। যারফলে তারই স্বরণে দিবসটি উদযাপন করা হয়। এই দিবসের মধ্যে দিয়ে সকল নারীর অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও ফোরকান এলাহি অনুপম।

এসময় আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ স্লোগান কে সামনে রেখে বরকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহি অনুপম এর নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, বরকল থানা প্রতিনিধি উপ-পরিদর্শক(এসআই) দীপংকর কুমার শীল, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক দু’জন সফল নারীকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়।