[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই জাতীয় উদ্যানের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে পরিবেশ হুমকির মুখে

১১৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই জাতীয় উদ্যানের প্রধান সড়কের পাশে ময়লার ভাগাড়। দুর্গন্ধে পরিবেশ দূষিতসহ হুমকির মুখে বন্যপ্রাণী। পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী বন রেঞ্জ মিলে কাপ্তাই জাতীয় উদ্যান (কাপ্তাই ন্যাশনাল পার্ক) অবস্থিত। এ বনের গাছের পাশাপাশি বৈচিত্র্যময় প্রাণীর বসবাস বিদ্বমান। প্রতিনিয়ত হাজারো পর্যটন আসছে কাপ্তাইয়ে বৈচিত্র্যময় পাহাড়,বন,লেক,নদী ও প্রাণী দেখতে। কিন্ত কাপ্তাই প্রধান সড়ক ও রাঙ্গামাটি যাওয়ার পথে কয়েটি স্পর্টে জাতীয় উদ্যানের ভিতর ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।

দেখা যায়, কয়েক বছর যাবৎ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান তাদের যাবতীয় ময়লা আবর্জনা সড়কের পাশে ফেলছে। কোন ধরনের ময়লা আবর্জনা ফেলার অনুমতি না থাকলেও হরহামেশা ময়লা ফেলার পর তার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এসব ময়লা আবর্জনা খেতে বনের হাতিসহ বিভিন্ন প্রানী আসে। তা খেয়ে বনের বিভিন্ন পশু-পাখি অসুস্থসহ মৃত্যবরণ করছে। এছাড়া সড়কের পাশ দিয়ে চলার সময় বিভিন্ন পর্যটক ও স্থানীয় লোকজন মুখে হাত দিয়ে চলাচল করছে।

কাপ্তাই জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদর রহমান বাবুল (সিএমসি) জানান, এক শ্রেণীর কিছু প্রতিষ্ঠান কোন অনুমিত বা আইন না মেনে জাতীয় উদ্যানে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে। সেই ময়লা আবর্জনা খেয়ে বনের ভিতরে থাকা হাতি বিভিন্ন পশু-পাখি অসুস্থ হয়ে পড়ছে। সবের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান জানান, জাতীয় উদ্যানে এভাবে ময়লা আবর্জনা ফেলা অন্যায় কাজ। যারা ফেলছে তারা ঠিক করেনি। এতে করে পরিবেশ দূর্ষিত হচ্ছে। তিনি জানান, চলতি মাসেই ময়লার এই ভাগাড় অপসারণ করা হবে। পূঃনরায় কেউ ফেললে তার বিরুদ্ধে বন আইন ও পরিবেশ দূষণের মামলা করা হবে।