দীঘিনালায় পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপুর্তি উপলক্ষে শোভাযাত্রা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বছর উদযাপন করা হয়েছে। শনিবার (২ডিসেম্বর) দীঘিনালা জোনের ৪ই বেংগলের আয়োজনে সকালে উপজেলা লারমা স্কয়ার থেকে সকল সম্প্রদায়ের অংশ গ্রহনে একটি শান্তি র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দীঘিনালা সেনা জোনের প্রশান্তি ক্যান্টিন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেনা জোন সদরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেন জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ পিএসসি।
আলোচনায় তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে। বিগত সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন সবসময় এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছে। এবং আজও পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে দীঘিনালা সেনা জোন নানা আয়োজন বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় দীঘিনালা সেনা জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি দিবস স্বাক্ষরিত হয়েছিলো। শান্তি চুক্তির পরবর্তীতে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতির পাশাপাশি ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার দৃষ্টিনন্দন উদাহরণ দীঘিনালায় ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। এছাড়াও দিবসটি উপলক্ষে দীঘিনালা সেনা জোন কতৃক ১নং কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে এবং মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরিশেষে জোন সদরের স্থানীয় হেডম্যান-কার্বারীদের নিয়ে সম্মেলন করা হয়।