চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে মাটিরাঙ্গা জোন এর বিনামূল্যে ঔষধ ও শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি ও সম্প্রীতি র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি’র নেতৃত্বে মাটিরাঙ্গায় জোন থেকে একটি র্যালী শুরু হয়ে মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার, মাটিরাঙ্গা জেনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ শরিফ সহ জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
একই দিনে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনের পর পর মাটিরাঙ্গা জোন কর্তৃক জোন নিয়ন্ত্রিত এলাকার পাহাড়ী বাঙালী ১৫০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও একই মাঠে ৩৯৩ জন পাহাড়ি ২৬২জন বাঙালী মোট ৬৫৫ জনকে বিনামুল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক। এ সময় কমান্ডার মেজর মোঃ নাজমুল হাসান সমিক উপস্থিত ছিলেন।