[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

নির্বাচন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা

কেউ নির্বাচনে অংশ নেবে কি না সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত

১৯৬

॥ তুফান চাকমা ॥
দেশে নির্বাচন আয়োজনের জন্য সুস্থ পরিবেশ রয়েছে। নির্বাচন করার জন্য পরিবেশের কোন ঘাটতি আছে বলে আমরা মনে করি না। কেউ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। দেশী-বিদেশী পর্যবেক্ষকদের আমরা নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য উৎসাহিত করছি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে এবং চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে সোমবার (২৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান এসব কথা বলেন।

এতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনোয়ার লতিফ খান, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসানসহ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারগণ, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনিছুর রহমান বলেন, নির্বাচনে কর্মকর্তাদের কোন প্রকার পক্ষপাত মূলক আচরণ করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অবৈধ ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়াতে হবে। সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা আছে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় তা কমিশন করবে। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, কেউ নির্বোচনে অংশ নেবে কিনা এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।

নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিশেষ অঞ্চল হিসেবে সেনাবাহিনী আগে থেকেই আছে তাই এখানে নতুন করে কিছুই করতে হবে না। রাঙ্গামাটিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।