মাটিরাঙ্গা উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
টেকসই অভীষ্ট উন্নয়ন (এসডিজি) ২০৩০ লক্ষ্য অর্জনের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মাটিরাঙ্গা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত ইয়ুথ গ্রুপ গঠন সভায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রজেক্টের মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরা।
তৃণমুল উন্নয়ন সংস্থার, আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন। তৃণমূল পর্যায়ে শান্তি সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব ও নাগরিকদের সম্পৃক্ত করতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট’র সক্রিয় সদস্যদের নিয়ে ইয়ুথ গ্রুপটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে যুবদের অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতা খুললে যুবদের ত্যাগের কথা দেখা যায়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ নানান কার্যকলাপে যুবদের অংশগ্রহণ রয়েছে। এজন্য সকল তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে আহ্বান করেন বক্তারা। তারা আরো বলেন, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষযুব শক্তি রূপান্তিত করে দেশে উন্নয়নে করতে হবে। এসডিজি তরুণ প্রজন্মের জন্য গুণগত শিক্ষা ও প্রশিক্ষণ এবং শোভন কর্মসংস্থান নিশ্চিতকরণের মাধ্যমে যত্নশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। পরে মোঃ আব্দুল মালেক কে আহ্বায়ক, কজিতা ত্রিপুরা ও মোঃ মেহেদী হাসান কে যুগ্ম আহ্বায়ক করে একটি উপজেলা ইয়ুথ গ্রুপ গঠন করা।