রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান গুরুত্বর আহত হয়েছেন। শনিবার (২৫নভেম্বর) বেলা ৩টায় একটি বৌদ্ধ বিহারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাঙালহালিয়া তপন বৌদ্ধ বিহার মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
প্রেসক্লাব এর সদস্যরা জানান, অন্য গাড়ির মুখোমুখী হলে আজগরের সহকর্মী মিন্টু কুমার নাথ মোটরসাইকেল ব্রেক করলে পিছন থেকে আজগর আলী মাটিতে পড়ে গিয়ে চোখে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। এসময় মিন্টু কুমার নাথও আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আজগর আলী খানকে দ্রুত চন্দ্রঘোনা মিশন হাসপালে নেয়া হয়। চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে রাজস্থলী প্রেসক্লাবের সদস্যরা বিষয়টি নিশ্চত করেন।
এদিকে আজগর আলী খান সড়ক দূর্ঘটনায় আহত হলে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সাপ্তাহিক পাহাড়ের সময় এর সকল সাংবাদিকবৃন্দ।