আলীকদমে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উৎযাপিত
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
মুজিববর্ষের মূলমন্ত্র, কমিনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বান্দরবানের আলীকদম উপজেলায় উৎযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ ইং । আলীকদম উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও আলীকদম থানা পুলিশের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সামাজিক দুরত্ব বজায় রেখে আলীকদম থানা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালী ও থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিটি আলীকদম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণ এসে র্যালী শেষ হয়।
পরে আলীকদম থানার প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জামাল উদ্দীন এমএ ও সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলীকদম থানার ওসি (তদন্ত) জনাব শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন। বিশেষ অতিথি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, ধুংড়ি মং মার্মা সাধারণ সম্পাদক আলীকদম উপজেলা আওয়ামীলীগ, মোঃ নাছির উদ্দীন চেয়ারম্যান ০১ নং সদর ইউনিয়ন পরিষদ, ফেরদৌস রহমান চেয়ারম্যান ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, ফোগ্য মার্মা চেয়ারম্যান ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এ ছাড়াও কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।