[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়ি
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির বরকল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো

১৩৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ে ফালিটাঙ্গ্যাচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা বিধান চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।

সভায় বক্তারা বলেন, বরকল উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত ভালো। অত্র উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা থাকে এই কামনা করেন। এছাড়াও সন্ত্রাস নাশকতা, চোরাচালান, মাদকদ্রব্য, বাল্যবিবাহ, ইভটিজিং এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিভিন্ন বিষয়ে সভায় আলোকপাত করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,বরকল উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বর্তমান সময়টা জটিল একটা পরিস্থিতির মধ্যে অতিক্রম করতে হচ্ছে। শুধু বাংলাদেশ নয় এটা বহিঃর্বিশ্বে দেখা যায় নির্বাচন আসলে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য থাকার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এ সমস্যাগুলো যাতে না ঘটে জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সকলেই মিলে সুন্দর পরিবেশে যাতে থাকা যায় সেই প্রত্যাশা রাখেন।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম বলেন, বরকল উপজেলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। যেহেতু বরকল উপজেলা একটা শান্তির জায়গা সেহেতু অন্য কারোর দ্বারা যাতে আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আরও সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি শান্তিময় চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা সহ ৪৫ বিজিবি প্রতিনিধি,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।