[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমাআমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে শরিক হতে চাই- পার্বত্য উপদেষ্টারাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিতপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নকৃত পানছড়ি বাস টার্মিনাল অব্যবহৃতবাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনরামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতমানিকছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দাওয়াতে ইসলামীর স্বাগত জুলুসঅধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতমানিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও জুলাই গ্রাফিতি অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে প্রগ্রেসিভ কর্তৃক নারীর ক্ষমতায়নে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

৩১৪

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে প্রগ্রেসিভ বেসরকারি সংস্থা (এনজিও) কর্তৃক তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন,বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ফালিটাঙ্গ্যেচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

প্রগ্রেসিভ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শীপ্লব চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও ভাইস চেয়ারম্যান(সংরক্ষিত) সুচরিতা চাকমা।

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, নারীদের ক্ষমতায়ন করতে হলে সমাজকে সুষ্ঠ করতে হবে। সমাজ সুষ্ঠ না হলে সুষ্ঠ মানুষ হবে না। আর সুষ্ঠ মানুষ না হলে নারী পুরুষের বৈষম্য কমবে না। এমনকি নারী ক্ষমতায়ন কিংবা বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলা কোনভাবেই সম্ভব নয়। তাই সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সভাপতি বক্তব্য সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শীপ্লব চাকমা বলেন,বরকল উপজেলায় নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দদের এগিয়ে আসতে হবে।তার পাশাপাশি তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে। আর বরকল উপজেলার নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতে প্রগ্রেসিভ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করবে।বর্তমানে প্রগ্রেসিভ কাপ্তাই,জুরাছড়ি ও বরকলসহ তিন উপজেলায় নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন,নারীদের ক্ষমতায়িত করতে হলে বিকল্প আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা দরকার।আর বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি অভিভাবকদের মাঝে সচেতনতা গড়ে তোলা উচিত।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, বরকল থানা উপপরিদর্শক(এসআই) দীপংকর কুমার শীল, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, প্রগ্রেসিভ এর প্রকল্প সমন্বয়ক তন্বী দেওয়ান ও ফিল্ড ফ্যাসিলিটেটর রাখী খীসা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবাদি পশু পালনের উপর উপজেলার শিক্ষিত বেকার যুবদের নিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,বরকল প্রেসক্লাব সহ-সভাপতি ও জাতীয় যুব কাউন্সিল এর সমাজ কল্যাণ সম্পাদক নিরত বরন চাকমা,উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সমীরণ কান্তি মহাজন,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-সহকারী কর্মকর্তা সুদীপ্ত চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।