[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করেপাহাড়ের সময় এর মানবিক প্রতিষ্ঠান পিছিয়েপড়া অসহায়, দরিদ্রদের শিক্ষা, সাংস্কৃতির কল্যাণ সরসী “তেঁতুলপাতা”জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমাআমরা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে শরিক হতে চাই- পার্বত্য উপদেষ্টারাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠিতপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নকৃত পানছড়ি বাস টার্মিনাল অব্যবহৃতবাঘাইহাটে বিজিবি কর্তৃক ‘‘মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপনরামগড় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিত সভা অনুষ্ঠিতরাবিপ্রবিতে শিক্ষকদের রিচার্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম কঠিন চীবর দান সম্পন্ন

১৯৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহারে ২১তম শুভ দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়।

এসময় সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা (গৌতম বুদ্ধের বানী) প্রদান করেন, বগাছড়ি আনন্দ কুঠির বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালক জ্ঞানবংশ ভিক্ষু, খাগড়াছড়ি তেতুলতলা বৌদ্ধ বিহার থেকে আগত তেজোবংশ ভিক্ষু, ঘিলাছড়ি জীবকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ শুভ দর্শন ভিক্ষু।

বিহার পরিচালনা কমিটি ও ঘিলাছড়ি বাজার চৌধুরি নিহার বিন্দু চাকমা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ১নং ঘিলাছড়ি ইউপি সদস্য আলোময় চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুধা বিন্দু চাকমা, বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি সুমতি লাল চাকমা, সাধারণ সম্পাদক আলো বিকাশ চাকমা, ঘিলাছড়ি বাজার কমিটির সভাপতি জীবন্ত চাকমা উপস্থিত ছিলেন।

পরে কঠিন চীবর এবং কল্পতরু বুদ্ধ, ধর্ম ও সঙ্ঘের জয়োধ্বনি দিয়ে বিহারের চারপাশে প্রদক্ষিণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পূণ্য সঞ্চয় করার জন্য শতশত দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।