রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৪
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির শহরের ভেদভেদীস্থ অটোরিক্সা ষ্টেশন এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২জন নিহত সহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৪নভেম্বর) বিকাল আড়াই ঘটিকার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লোকাল যাত্রী পরিবহন বাস খাজা গরীবে নেওয়াজ বাসটির চাপায় ঘটনাস্থলেই দুই জন আটোরিক্সার যাত্রী নিহত এবং চালক সহ আরো ৪জন গুরুতর আহত হন। এসময় পুলিশের এক সদস্য সহ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে তাদের নাম ঠিকানা তাৎক্ষনিক কেউ জানাতে পারেন নি। নিহত ও আহতরা সবাই আটোরিক্সা সিএনজির যাত্রী ছিল।
এদিকে ঘটনাস্থলে গেলে দেখা যায়, দূর্ঘটনার পর পুলিশের সদস্য মোঃ শওকত প্রথমেই দুমড়েমুছড়ে যাওয়া সিএনজির ভিতর থেকে নিজেই নিহত আহত যাত্রীদের বের করেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও তাঁকে সাহার্য্য করতে এগিয়ে আসেন। অন্য সিএনজিতে তুলে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
যাত্রীবাহী বাস খাজা গরীবে নেওয়াজ এর এক যাত্রী জানিয়েছেন, তাদের বহনকারী গাড়িটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে ভেদভেদীস্থ সড়ক বিভাগের কর্মচারীদের আবাসিক এলাকায় পৌঁছলে তখন গাড়ির ব্রাক কাজ করছিল না। গাড়ি দ্রুত নামতে থাকলে যাত্রীরা চালককে আস্তে নামার জন্য বললে পরে গাড়ির চালক সবাইকে বলেন সৃষ্টিকর্তাকে স্মরণ করুন গাড়ির ব্রাক ফেল করেছে। এভাবে দ্রুত নামতে থাকলে আনসার বাহিনীর কার্যালয় এর ২য় গেইট ফেলে আসছিলেন কিন্তু তার আগে ঘাগড়া থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা আটোরিক্সা সিএনজি যাত্রী নামাচ্ছিলেন ঠিক তখনই বাসটি ঐ সিএনিজকে সজোরে ধাক্কা দেয় এবং তার উপর উঠে যায় এবং সিএনজিটি ছেঁছড়ে কিছুদুর নিয়ে যাওয়ার পর বাসটি থামে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরো ৪জন গুরুতর আহত হন। দেখা যায়, নিহত আহতদের হাসপাতাল নেওয়ার পর স্থানীয়রা এক নারী যাত্রীর শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া পা সিএনজির নিচ থেকে বের করে পলিথিনে পুড়িয়ে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। পথচারী অনেকেই বলছিলেন পাশে থাকা সড়ক উন্নয়নের কাজে নিয়োজিত গাড়িগুলোর কারণে ঘটনা তেমন বড় হতে পারেনি তবে ঐ সরু সড়কে ট্রাফিক ব্যবস্থার কোন নিয়ম বালাই ছিল না। আহত নিহত ও চালক সহ সকলেই পাহাড়ী বলেও তারা জানান।
অপর দিকে হাসপাতাল সুত্র জানায়, গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের ময়না তদন্তের পর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনা জানাজানির পর তাৎক্ষনিক ফায়ার সার্ভিস সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ কতোয়ালী থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় উভয় দিকের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া শত শত মানুষ জড়ো হলে থমথমে পরিস্থিতির সৃষ্টি। এভাবে প্রায় ঘন্টা খানেকের অধিক পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।