[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুরআলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণবান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি সহ ৩ জনের মৃত্যু, আহত-৭দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাবান্দরবানের থানচিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিনরাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশী
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় যুবলীগ নেতাকর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ

১৫২

॥ দীঘিনালা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উপজেলা আওয়ামী ও যুবলীগ নেতাকর্মীদের।

গত শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মেরুং ইউপির বেলছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানাযায়। এসময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং এ ঘটনায় বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জসিম (৩২), সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (২৫), সদস্য সচিব সাইদুল ইসলাম (৪১) আহত হয়।

আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে ছেড়ে দেয় এবং গুরুতর আহত হওয়ায় দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিনিউটি মেডিকেল অফিসার সুগত চাকমা জানান, আহতদের শরীরের মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেয়া হয়েছে এবং অবস্থা গুরুতর হওয়ায় বাকি দুই জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফরাজি জানান, আগামী ৫ ও ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসায় ফেরার পথে বেতছড়ি এলাকায় বিএনপির নেতাকর্মীরা অর্তকিত হামলা চালায়। এতে আমাদের ৩জন নেতাকর্মী আহত হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, গত ৩ তারিখে শুক্রবার রাতে ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী ছিল গত ২৯,১,২ তারিখ। বিএনপির নেতাকর্মীদের মামলা হামলা দেয়ার পরিকল্পিত ভাবে আওয়ামীলীগ ঘটনা গঠিয়েছে। এধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী রানা জানান, গতকাল রাতে দীঘিনালার বেলছড়িতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর যে অভিযোগ তোলা হয়েছে সেটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি সাজানো নাটক। বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা দেওয়ার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। মূলত ২৮ তারিখের পর থেকে আওয়ামীলীগ কোন ইস্যু তৈরি করতে না পেরে নিজেরা এ ঘটনা ঘটিয়ে একটা ইস্যু তৈরী করেছে। দীঘিনালা উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজন মুঠোফোনে কল করে জানান, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সভা শেষে মোটরসাইকেল যোগে বোয়ালখালী ফেরার পথে বেলছড়ি এলাকায় অর্তকিত ভাবে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামালা চালিয়ে ৩জনকে মারধর করে আহত করে এবং ককটেল ও পেট্রোল বিস্ফোরণের মাধ্যমে একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে ক্ষতিসাধন করে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।