কাপ্তাই পূজা উদযাপন পরিষদকে জোনের আর্থিক অনুদান
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক শারদীয় দূর্গাপুজা উপলক্ষে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে কর্ণফুলি নদীতে বিজয়া নৌ র্যালির সাংস্কৃতিক মঞ্চে জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক এ আর্থিক অনুদান তুলে দেন। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু আর্থিক সহায়তা গ্রহন করেন।
এছাড়া কাপ্তাই ব্রিকফিল্ড দুর্গামন্ডপে কাপ্তাই জোনের পক্ষ হতে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।