[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ

১২২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৪জন বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে মাইনীমূখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, লংগদু থানার এএসআই আব্দুল জব্বার এর নেতৃত্বে পুলিশের একটি দল এবং মাইনীমূখ বাজার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল প্রমূখ।

জানা যায়, শনিবার সাপ্তাহিক হাটের দিন মাইনীমূখ বাজারের কিছু দোকানে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ বিক্রির পাশাপাশি অবৈধ কারেন্ট জাল বিক্রি করেন ব্যবসায়ীরা। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন মাইনীমূখ বাজারে জাল বিক্রির দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় জাল বিক্রেতা মোঃ ফারুক মিয়া রুহুল আমিন মোঃ আব্দুল গনি ও রাহিম নামের চারজন ব্যবসায়ীকে মৎস্য রক্ষা সংরক্ষণ আইনে ১৯৫০ ধারায় আর্থিক জরিমনা করা হয়। পাশাপাশি তাদের দোকান থেকে জব্দ করা ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, ৩৩৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। উপজেলায় মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা করে চার জনকে মোট ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকা-ে সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।