[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কারনওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ১০টি পুজামন্ডপে দূর্গা পূজা উৎযাপিত হবে

১০৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় এবার ১০টি পূজামন্ডপে সারদীয় দূর্গা পূজা উৎযাপিত হবে। ৮টি প্রতিমা ও ২টিতে ঘটপূজা মধ্যে দিয়ে পালন করা হবে এবারের দূর্গা উৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরি শেষ করে রংতুলির কাজ শুরু করেছে প্রতিমা তৈরির কারিগররা। দূর্গাপুজা উৎসবে সকল সম্প্রদায়ের মিলন মেলা ঘটে। দীঘিনালায় উপজেলার বোয়ালখালী নারায় মন্দির ও দীঘিনালা থানা বাজার সনাতন শিব মন্দিরের এই ২টি মন্দিরের দূর্গাপুজায় সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে।

দীঘিনালা উপজেলায় সবচেয়ে পুরাতন মন্দির বোয়ালখালী পুরাতন বাজার নরায়ন মন্দির সভাপতি মৃদুল সেন বলেন, পুজা উৎসবকে কেন্দ্র সকল সম্প্রদায়ে মানুষের মিলমেলা ঘটে। সকল সম্প্রদায়ের মানুষজন দূর্গাপুজা দেখতে আসেন। প্রতিমা তৈরির কাজ শেষ রংতুলির কাজ প্রায় শেষ পর্যায়। আগামী ২০অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপি সার্বজনীন দূর্গাপুজা পালন করা হবে।

দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দির‘র সভাপতি শ্রী শিবু চন্দ্র দে বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং তুলির কাজ চলছে। উপজেলার সবচেয়ে জার্কজমক পূন্য ভাবে সারদীয় দূর্গাপুজা উৎযাপন করা হবে এই মন্দিরের। দূর্গাপুজা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা ঘটে। দূর্গাপুজা মন্ডপে নিরাপত্তর জন্য সর্বক্ষনিক সিসি ক্যামেরার আওতায় থাকবে।

দীঘিনালা থানা পুলিশ পরির্দশক (এসআই) মোঃ হাবিব বলেন, দীঘিনালায় ১০টি পুজামন্ডপে দূর্গাপুজা উৎযাপিত হবে। পুজামন্ডপে খাগড়াছড়ি পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক প্রত্যকটা পুজা মন্ডপে পুলিশ সুপার, দীঘিনালা থানা পুলিশ ও বিটপুলিশের নাম্বারসহ ব্যানার থাকবে। প্রতিটি পুজামন্ডপে পুলিশ ও আনসার ডিভিপি মোতায়েন থাকবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল টিম সার্বক্ষনিক স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।