আলীকদম সেনাজোনের মেডিকেল ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের লামা উপজেলায় আলীকদম সেনাজোন (৩১বীর) এর উদ্যোগে অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই অক্টোবর) লামা উপজেলার ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোন (৩১বীর) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, বনপুর- সাঙ্গু মৌজায় অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে আলীকদম সেনাজোনের সার্বিক তত্বাবধানে জীনামে উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয় এবং লামা উপজেলার ইয়াংছা এলাকার জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।