[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৩৭

তিন পাহাড় পর্বত লইয়া ভাবেন, গবেষণা করেন,ডিম, ডাইল, আলু, পিয়াছ বহুতের জুটিতেছেনা।

৬১

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও অবাধ্য জীবানু করোনার অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৩৭ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন। যাউ¹া, এইবার পর আলোচনা হইলো….

পরম শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার খবরাখবর লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি। মা’রে পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসীরা আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদ দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় খালি যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। মা’গো চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে পাহাড়ের অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। পাহাড়ের অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে জানপরান হেই আছে হেই নাই। দাদু-দিদিরা উপায়ান্তর না দেখিয়া চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। মা’গো দয়া করিয়া পাহাড় পর্বতের মানুষ বাঁচাইতে, আকামের বিরুদ্ধে ব্যবস্থা লইতে হ¹ল কাজের মইধ্যেও একটু টাইম দেন, তিন পাহাড় পর্বত লইয়া ভাবেন, গবেষণা করেন, এইসবের হেতু কি, কলকাঠির পিছনে কারা চিহ্নিত করেন।

মা’জননীগো দেশব্যপী নারীর সম্ভ্রমহানির ঘটনা লইয়া উত্তাল চলিতেই আছে। বিচার চাহিতে যাইয়া দেশে নারী সমাজের লংমার্চেও হায়নার দলের থাবা পড়িয়াছে। নারীদের টানা হেঁছড়া করিয়া কপাল ফাটাইয়া, নির্যাতন চালাইয়া এইসব কারা তাঁগোরে কলার চাপিয়া ধরেন। আমাগো বহুত পোড়াকপাইল্লা কহিলো স্বাধীনতা অর্জনের সময় হায়নার দলরাও পলাইতে বাধ্য হইয়াছে। বহুত স্থানে নারী ধর্ষণ ঘটনায় আপুনার দলের পোলাপাইনও পাক্কা জড়িত। দেশে আইনতো বহুত প্রণয়ন হইয়াছে তয় কঠোর প্রয়োগ কেন হইতেছে না। মানুষ নামের পশু-অসুরদের বধ্ করিতে আপুনি কখন কঠোর হইবেন। বিজ্ঞজনেরা ছিঃ ছিঃ করিতেছে আর শত্রুরা হিঃ হিঃ করিয়া হাসিতেছে। মা’গো সময় কিন্তু গড়াইয়া যাইতেছে কিছু দিনের জইন্য চক্ষু লাল করিয়া কাজ চালাইয়া যান। আইন আদালতওে শক্ত করিয়া ধারা বাস্তবায়ন করিতে ওয়ার্ডার দেন।

মা’রে আমাগো পাহড়ের বহুত আনাচে কানাচেও নারীর উপর ঝাপ মারিতেছে। ধর্ষণ হইতেছে, লজ্জা শরমে সামাজিক হেয় হইতে বাঁচিতে প্রকাশ করিতেও সাহস পাইতেছেনা। শালিশের নামেও নারীর সম্ভ্রমকে পন্যে পরিণত করিয়াছে। আপুনার দলের হোমড়াচোমড়া শালিশ করিতে যাইয়া উল্টো নালিশের খাতায় নাম লেখাইয়া আইন আদালতকে অবমাননা করিতেছে। আইন আদালত থাকিতে যারা শালিশের নামে নারীরে পন্যে পরিনত করিয়াছে তাঁগোরেও কাঠগড়ায় দাঁড় করিতে আইনমন্ত্রীরে ওয়ার্ডার দেন।

মা’রে আমাগো পাহাড়ের মাদার ডিস্ট্রিক্টেও উন্নয়নের নামে নগদেও হরিলুট সম্পদেও হরিলুট হইতেছে। শহরের আলী দাদুতো কহিলো কুতোয়ালীর পিছনে সড়কের মাটি কাটিয়া ব্রীজ করিতে যাইয়া কুটি কুটি টাকার নষ্ট করনের হেতু কি। বহুতে কহিরো অলস মস্তিস্ক না শয়তানের চাহিতে কম নয়। এই কি তাইজ্জব কান্ডরে মা, ছুম ছুম মাটি কাটিয়া আবার ব্রীজ করনের কাম কি। শহরের তবলছড়ির আসামবস্তীর মধ্যখানের নদী উদ্ধার করিতে ভুমিদস্যুর উপর রোলার চালাইতে আদেশ করিবেন।

মা’রে আমাগো মুন্ত্রী পুরিষদের সিদ্ধান্ত হইলো এক আর জেলা পুরিষদ কাইজ কাম করিতেছে আরেক। সিদ্ধান্ত কি মানিতে চাহে না নাকি মানিতে যাইয়া ধরিয়া রাখিতে পারিতেছেনা। দুদুক কমিটির এক দাদু কহিলো মাদার ডিস্ট্রিক্টেও ডজনের উপরে লুটেরাগুষ্টি অন্তত কয়েক কুটি টাকার মালিক। তাইনেগোর বিরুদ্ধে নালিশে নালিশে ফাইলও মোটা হইয়াছে। তয় পৌরসভার নির্বাচনের হয় আগেই, নয় মধ্য খানে কান ধরিয়া টান দিতে আদেশ করেন। দলের পল্লা ভারি করিতে হইলে যারা অন্যের দ্ধারা প্রভাবিত হইয়া নেতৃত্ব দিতাছে তাঁগোর লেজ গুটাইতে আদেশ করেন।

মা’রে পৌরসভার চেয়ারে বসিয়া গেল পাঁচখানা বছর কি কাম করিয়াছে তা লইয়া কুইশান চলিতেছে পাক্কা হুনিতেছি তাইনে ছাড়া নাকি দলের কেউই নমিনিশন পাইবে না। দলের বহুতে কহিলো তাইনে নাকি শরীলে দূর্নাম লাগাইয়াছে। তয় ভাবিয়া করিও কাইজ করিয়া ভাবিওনা কথাডা মনে রাখিতে হইবে। বান্দরবন পাহাড়েও বহুতের কাপুনি ছুটিয়া গিয়াছে। হেইখানে নাকি গোটা শহরের সিতান পইতানও টিক নাই। ক্ষণিকের চেয়ারে বসিয়া হেইখানেও বহুতে বনিক হইয়া বসিয়াছে। ক্ষমতার পালা বদলের সময় আসিলে দরদে যেন নিজেরাও উৎড়াইয়া পড়িতে বসে। খাগড়াছড়ি পৌরসভার রফিক দাদুরে লইয়াও ঠেঁসগুতো চলিতেছে। তাইনে কিছু কিছু কাইজ কাম ভালার তালিকায় পড়িলেও। বহুতেতো নিন্দা করিতেছে। দূর্নীতির গন্ধসন্ধ বাহির করিতেছে। মিঠা মিঠা কথা কহিয়া বহুত দাদুরে তাইনে তিতা বানাইয়া রাখিয়াছে। কুজেন দাদুতো হেই একই অবস্থা। এই পাহাড়েও তালিমালির বিষয় আশয় খোঁজ লইতে সেতু দাদুরে ফর্দ দিবেন।

মা’জননীগো প্রাকৃতিক দূর্যোগে আর বিপদে আপদে আলু খাইয়া দেশের দাদু-দিদিরা জীবন যাপন করিলেও এখন আলুতো নাকি অর্ধশতের উপরে দাম হাঁকাইতেছে ব্যবসায়ীরা। হায়রে কপাল দেশে বহুত দরিদ্র দাদু-দিদিরা আলু হইতেও বঞ্চিত হইতেছে। ডিম, ডাইল, আলু, পিয়াছ বহুতের কপালে ঠিকমতন জুটিতেছেনা। চোরের দলতো আলু লইয়া কুটি কুটি টাকা লুট করিতেছে। মা’গো কাঁচা বাজার লইয়া একটু ভাবেন। আয়ের চাইতে যদি ব্যয়ই বেশী হয় তয় মানুষতো আরো দিশেহারা হইয়া পড়িয়াছে। ভারতের দাদুরাও পিঁয়াছ লইয়া মশকরা করিতেছে। দেশে এত্ত পিঁয়াছ আসিলেও দামতো হেই ৮০/১০০তে রহিয়াছে। লুটেরা পুঁজিপতিরা জনগনরে আর কতো চুষিলে তাইনেগোর কলিজা ঠান্ডা হইবে। বাণিজ্যমন্ত্রী দাদু পিয়াছ আলু লইয়া ফাস্ট ক্লাশ অর্জন করিতেছে। দেশেতো লুটেরা সিন্ডিকেটে বরিয়া যাইতেছে। মা’রে স্বাস্থ্য বিভাগে যা দেখিতেছি চোর ডাকাইতের স্বাস্থ্য ভালা রহিয়াছে। তলে তলে জনগনরে চুষিতে চুষিতে পিয়ন ঝাড়ুদারও নাকি কুটিপতি বনিয়াছে।

মা’গো চাঁটগার অবস্থাতো তলে তলে শয়তানের পল্লা ভারি। ইলিশের গাড়িতেও ইয়াবা পাচার। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম লম্বাই রহিয়াছে। কিশোর গ্যাংক তো লাগামছাড়া। খুন খারাবি, চু,ি ডাকাতির যেন শেষ নাই। সীতাকুন্ডে ছয় বন্ধুর যুবতী ধর্ষণ এত্তা আন্দোলনের মইধ্যেও ঘটনাতো চরমে। অপরাধীদের কোন ছাড় নয়। পুলিশ রাষ্ট্র ও জনগনের বন্ধু হইতে না পারিলে বদলি দিয়াও কিছু হইবে না। চসিকের বিছানার সিট, সৌন্দর্য্য বর্ধন প্রকল্প লইয়াও তালিমালি। নগরে গুড়িয়ে দেয়া অবৈধ স্থাপনা যাহাতে নতুন করিয়া না গজাইতে পারে তার ব্যবস্থা লইতে সিসিসি দাদুরে কড়া ওয়ার্ডার দিবেন। মাদক, ধর্ষণ ঘটনায় জড়িতদের দরিতে শক্ত করিয়া জাল মারিতে গুরিন্দা দাদুগোরে আদেশ করিবেন। চলমান ধর্ষণ ঘটনার বিচার যত দ্রুত সম্ভব শাস্তি নিশ্চিত করিবেন।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ২৫অক্টোবর, ২০২০ খ্রীঃ