[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা
[/vc_column_text][/vc_column][/vc_row]

ঈদের ছুটিতে পর্যটকে মুখরিত কাপ্তাই

১৩৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ঈদের ছুটিতে এখন পর্যটকে মুখরিত। গত তিন দিন যাবৎ কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছেঅ কোনো কোনো বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উপলক্ষে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছে পর্যটন কেন্দ্রগুলো।

কাপ্তাইয়ের ওয়াগ্গা রিভারভিউ পার্কে, প্যানোরোমা জুম রেস্তোরাঁয়, কাপ্তাই লেক প্যারাডাইস, প্রশান্তি পার্ক শিলছড়ির নিসর্গ রিভারভ্যালী বিনোদন স্পটে গিয়ে বিনোদনপ্রেমীদের ভিড় দেখা যায়। এসব স্পটে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা বেড়াতে এসেছে। এ ছাড়া বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী, পাহাড়িকা পিকনিক স্পট, লেকশোর ও লেকভিউ, কাপ্তাই জাতীয় উদ্যান পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা ঈদের ছুটি উপভোগ করছেন। অনেক পর্যটক রাত্রি যাপন করার জন্য বুকিং চাইলেও না পেয়ে ফিরত চলে যায়।

কাপ্তাইয়ে প্রশান্তি পার্ক নিসর্গ ভ্যালী বেড়াতে আসা ঢাকা থেকে সোহাগ, কুমিল্লা থেকে রানা ও আঁখি বলেন, কাপ্তাই পাহাড়,লেক,কর্ণফুলী নদী বিভিন্ন পশুপাখি দেখে আমাদের মন জুড়িয়ে গেছে।

কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভারভ্যালী রেস্টুরেন্ট এবং পড হাউসের পরিচালক নাছির উদ্দীন জানান, সম্পূর্ণ বাঁশ দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত আমাদের রেস্তোরাঁয় প্রচুর পর্যটকের আগমন ঘটছে ঈদের ছুটিতে। ঈদের দিন থেকেই আজ পর্যন্ত মুখরিত আছে আমাদের রেস্তোরাটি। এছাড়া নিসর্গ পড হাউজের সবকটি কটেজ বুকিং রয়েছে।