[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

গরু ক্রয় করতে এসে প্রতারণার শিকার: অর্থ ও মোবাইল সহ আটক ৮

১৩০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রতারক চক্রের ৮সদস্য নগদ ৩লক্ষ ১২৫০০ টাকা ও তিনটি স্মার্টফোন সহ লংগদু থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টায় লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকা হতে তাদের আটক করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মোঃ ইফতেখার নিহাল ও নিজাম উদ্দীন। আটককৃত ৮সদস্যর মধ্যে সোবহানের সাথে তাদের পূর্ব পরিচিত ছিলো। সোবহান সহ আরো ৯জন মিলে কৌশলে তাদের গরু ক্রয় করে দিবে বলে রাতের আধাঁরে কাপ্তাই লেকের ভাসমান একটি টিলাতে নিয়ে যায়, পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা ৩লক্ষ ১২, ৫০০ টাকা ও একটি আইফোন দুটি সাধারণ স্মার্ট ফোন ছিনতাই করে, পরে ভুক্তভোগীদের থানায় অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে ৮সদস্যকে আটক করে লংগদু থানা পুলিশ।

গ্রেফতারকৃত সদস্যরা হলো, সোবহান (৩৫) পিতাঃ আব্দুল বারেক, ঘনমোড়, নজরুল ইসলাম(২৮), পিতা-আবুল খায়ের, ঘনমোড়, হারুন(২৩), পিতা-কুরবান আলী, ঘনমোড়,ইমান আলী(২৮), পিতা-আবুল কাশেম, ঘনমোড়, বরুন চাকমা(৫০), পিতা-মৃত যাত্রাচরন চাকমা, দক্ষিণ ঘনমোড়,শাহাদাৎ মিয়া(৪০), পিতা-মৃত আব্দুর রউফ, প্যাটাইন্যামছড়া, বগাচত্তর ইউপি, মোঃ মিজান মিয়া(৬০), পিতা-মৃত কালু মিয়া, মধ্যম ঘনমোড়, মোঃ বেলাল হোসেন(৩০), পিতা-সিরাজুল ইসলাম।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন জানান, চট্রগ্রাম থেকে কুরবানী দেওয়ার জন্য গরু ক্রয় করতে আসে মোঃ ইফখার নিহাল ও নিজাম উদ্দীন, তাদেরকে সোবহান নামে একজন প্রতারক সহ আরো নয়জন মিলে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা টাকা পয়সা ও তিনটি মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায়, পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভসান্যদম এলাকা হতে প্রতারক চক্রের ৮সদস্যকে আটক করতে সক্ষম হই, বাকী দুজন কাউসার ও সুমন (ভাসান্যদম) গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।