[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিত করণের লক্ষে মতবিনিময় সভা

১১১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিত করণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল ১১টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য ও তথ্য অফিসের কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন করেন রামগড় তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ওসি মোঃ আনচারুল করিম। তাছাড়া সভার শুরুতেই সরকারের নানা উন্নয়ন মূলক কর্মকান্ড চলচিত্র আকারে প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিতা বিতরন করা হয়।

সভায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল সেবাসমূহ সহজিকরণের পাশাপাশি দ্রুত সমেয়র মধ্যে তা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পারলে সরকারে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা। তাই আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ পূরণে তথ্য অফিসের কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে তা পৌছে দেয়ার পরামর্শ দেন বক্তারা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।