[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে নৈতিকতার আলো শীর্ষক সেমিনার অনুষ্ঠিতরাঙ্গামাটিতে ৩৫ কাঠুরিয়া সহ পাহাড়ের সকল গণহত্যার বিচার দাবিরাঙ্গামাটির লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবীতে আলোচনাসভাবাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক জনসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিতরাঙ্গামাটি ফাউন্ডেশন এর কাপ্তাইয়ে অবহিতকরণ সভারাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের এর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস

৩ ইউনিটে প্রায় সাড়ে ১৮হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৬৮
নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে  (জিএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ইউনিটে ১৮,৩৬৩জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করে। শনিবার ৩জুন ‘এ’ ইউনিটে ৬,৬৬৯জন,  ২৭মে ‘সি’ ইউনিটে ২৮৪০জন ও ২০মে ‘বি’ ইউনিটে ৮৮৫৪জন পরীক্ষার্থী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও  উপ-কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করে ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং প্রক্টর জুয়েল সিকদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী, পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ প্রাচ্যের সৌন্দর্য্যের রানী রাঙ্গামাটি। রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করে ভালো ধারণা নিয়ে তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে পারবে। সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দিকে প্রতিটি ধাপের গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র সৌজন্যে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের এর উদ্যোগে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়। এ ধরনের সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থী ও অবিভাবকরা।
মোটর মালিক সমিতির সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি, রাঙ্গামাটির সভাপতি ও রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান এর দিক-নির্দেশনায় পরীক্ষার্থী ও তাদের অভিভাকদের বিনামূল্যে পরিবহনের জন্য প্রতি পরীক্ষায় ২টি করে বাস সরবরাহ করা হয়। বেশ কিছু রুটে পরীক্ষার্থীদের সংগ্রহ করে সময়মত বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে আবার নিয়ে আসা হয়।
এদিকে প্রতিটি পরীক্ষায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য “তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র”র আওতায় নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। ছাত্রলীগের কর্মসূচির মধ্যে ছিল: তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, পানি, খাবার স্যালাইন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, বাস সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা সহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ শীল জানান, সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে। ছাত্রলীগের এ ধারাবাহিকতা সারা দেশের ছাত্রলীগের ন্যায় অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২০মে ‘বি’ ইউনিটের মাধ্যমে জিএসটি গুচ্ছভুক্ত ২০২২-২৩ এর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হয়।