[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবরখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি হাতে জব্দ ১৯ কোটি টাকার মালামাল, অস্ত্র-গুলিসহ আটক ২৭ জনউন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশবান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩৫

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দারবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জুন) সকালে মাদ্রাসা হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় ছাত্রী মায়সারা তাবাসসুম এর কোরআন তেলওয়াতে মাদ্রাসা সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হামিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী শাহ নুরুদ্দীন (রাহ.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, উপদেষ্টা মোঃ ইলিয়াস, মোঃ আলম, মোঃ সোলাইমান, আবুল হাসেমসহ অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোঃ হামিদ উল্লাহ বলেন, একজন শিক্ষিত ‘মা’-ই পারেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে তাছাড়া নিজের অস্তিত্ব রক্ষার্থে ও জাতীয় জীবনকে সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
পারিবারিক জীবন থেকে শুরু করে জাতীয় জীবন পর্যন্ত পুরুষের পাশাপাশি নারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন বলে মনে করেন।

সভাপতি আবুল কালাম বলেন, বাইশারী ইউনিয়নের একমাত্র নারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা এই দ্বীনি প্রতিষ্ঠান আধুনিক মানের গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।