শিরোনাম
রাঙ্গামাটি রাজবন বিহারে দুই দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুদীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনকৃষিজমিতে পোকা দমনে যুগান্তকারী উদ্যোগ হলুদ ফেরোমন ফাঁদজেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাখাগড়াছড়ির দীঘিনালায় দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্বাররাঙ্গামাটির রাজস্থলীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতম্রোদের জায়গায় রিসোর্ট করতে উইচারা ভান্তে ও হেডম্যান মংক্যনু’র নেতৃত্বে সন্ত্রাসী তান্ডবও চালায়যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধার

মানিকছড়িতে মাল্টি স্টোরিড হর্টিকালচার বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান

১২৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র আওতায় উপজেলার ২৬ জন উপকারভোগী সদস্যদের নিয়ে মাল্টি স্টোরিড হর্টিকালচার বাগান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ মে) সকাল ৯টায় উপজেলার বড়বিল পাড়া এলাকায় ১২ জন ও গত ১১ মে বৃহস্পতিবার উপজেলার উত্তর ফকিরনালা এলাকায় ১৪ জনসহ সর্বোমোট ২৬ জন উপকারভোগী সদস্যদের মাঝে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, হিমেল চাকমা ও মিতা তঞ্চঙ্গা ।

জলবায়ু পরিবর্তের ঝুকি মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাগান করা অপরিহার্য উল্লেখ করে প্রশিক্ষণে উপকারভোগীদের এগ্রো-ইকোলজি সম্পর্কে ধারনা প্রদান করেন। তাছাড়া বাগানের লেআউট, ভার্মি কম্পোস্ট সার, বৃষ্টির পানি সংরক্ষণ, কুইক কম্পোস্ট, বিভিন্ন ধরনের জৈব দ্রবণ প্রস্তুতি, মিশ্র ফলদ-বনজ ও ঔষধি বাগানের পরিচিতি ও রোপন দূরত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সুবিধাভোগীদের নিকট থেকে চাহিদা নেওয়া হয়েছে। তাদের মাঝে পরবর্তী মাসে চাহিদার অনুকূলে মিশ্র গাছের চারা বিতরণ করা হবে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশী করে গাছের চারা রোপনের পরামর্শ দেওয়া হয়।