[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

আওয়ামীলীগ সভাপতিকে মারধর: আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৭নেতার বিরুদ্ধে মামলা

২৯৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে অতর্কিত ভাবে মারধর করার অভিযোগে নানিয়ারচর থানায় মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১টায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭জন নেতাকে আসামি করে বাদী হয়ে এ মামলাটি করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার নং ৩/৯।

মামলা এজাহার সূত্রে জানা যায়, এলাকায় বিবিধ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আসামীদের সাথে মতবিরোধ হয়ে আসছে। তাহার পরিপ্রেক্ষিতে গত ৮/০৫/২০২৩ ইং মে রাত প্রায়ই ৯ ঘটিকার সময় উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ৮ নং টিলার নূর হোসেনের চায়ের দোকানে আমি ও আমার সাক্ষী মো:-কায়ুম (৩০) ও ফারুক হাওলাদার (৪৫) বসে চা খাচ্ছিলাম। এসময় আসামীগন ও আরো অজ্ঞাত (১০-১২) জন মিলে অবৈধভাবে দোকানে প্রবেশ করে দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠি-সোটা নিয়ে আমাকে এবং আমার স্বাক্ষীদ্বয়কে কোন কথা ছাড়াই লোহার রড দিয়ে মারধর করে এবং দোকান ভাংচুর করে। আসামীদের ভাংচুরে নূর হোসেনের চা দোকানে আনুমানিক ২০,০০০ ক্ষতি সাধন হই। ঘটনার সময় চিৎকারে জানাজানি

হলে আশপাশ থেকে সাহায্যের জন্য লোকজন এগিয়ে আসলে আসামীগন উল্লেখিত ঘটনায় থানায় কোন মামলা মোকদ্দমা করিলে আমাকে প্রাণে হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলে ঘটনাস্থল ত্যাগ করিয়া চলে যায়৷

মামলার আসামিরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম (৩৫), বুড়িঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুর জামাল (২৮), নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা (২৫), ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মহিদুল (৩০), উপজেলা যুবলীগের সদস্য শহিবুল ইসলাম (৩২), ১নং বগাছড়ি ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজুর (২৮), উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাফর খাঁ (৫০)।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রতিবেদককে জানান মামলার আসামিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমার অনুসারী। দলের অধিকাংশ নেতাকর্মীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা সকলেই ইলিপন চাকমার অনুসারী বলে দাবী করেন।

এবিষয়ে ইলিপন চাকমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই আওয়ামীলীগের মাদার সংগঠনের অনুসারী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশে আওয়ামীলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী সকলেই আওয়ামীলীগের অনুসারী। আমরা সবাই জননেতা দীপংকর তালুকদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমার বা ব‍্যক্তি বলে কোন শব্দ রাজনীতিতে নাই। এটা সম্পূর্ণ একটি সাজানো নাটক।

মামলার বিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।