শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবেকাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভামানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণরাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে বানর ছানা উদ্ধার পরে অবমুক্ত করল বন বিভাগবান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

মা‌টিরাঙ্গায় ইয়াবা সহ আটক ১

১১৬
মোঃ আবুল হাসেম, মা‌টিরাঙ্গা
খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অভিযান চালিয়ে ২৪১২ পিস ইয়াবা সহ কামাল হোসেন (৩৩) নামে এক মাদকারবারীকে আটক করেছে মা‌টিরাঙ্গা থানা প‌ু‌লিশ। আটক কামা‌ল হোসেন কক্সবাজারে উ‌খিয়া উপ‌জেলার রাজাপালং ইউ‌নিয়‌নের বড়বা‌ড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে মা‌টিরাঙ্গা সরকারী ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য় গেইটের সামনে থেকে তাকে আটক করা হলেও আজ বিকালে আটকের বিষয়টি গণমাধ্যমে কে নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পু‌লিশ জানায়, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া’র দিকনির্দেশনায়
এস আই মোঃ সাদ্দাম হোসেনের নেতৃ‌ত্বে সঙ্গীয় ফোর্সসহ টহল চলাকা‌লীন কামালের গতিবিধি স‌ন্দেহজনক মনে হলে পু‌লিশ তাকে তল্লা‌শি করে। এ সময় তার কা‌ছ থেকে ২হাজার ৪১২ পিচ ইয়াবা টেবলেট সহ তাকে আটক করা হয়।
প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত খাগড়াছ‌ড়িসহ দে‌শের বি‌ভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও পাচার ক‌রে আস‌ছে বলে সে স্বীকার করে।
মা‌টিরাঙ্গা থানার ওসি মোঃ জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, আটকৃত কামা‌লের বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই‌নে মামলা দায়ের করা হ‌য়েছে।