খাগড়াছড়িতে কলেজের শিক্ষক ও কর্মচারীদের এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন
॥ চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলায় কলেজের শিক্ষক ও কর্মচারীদের এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন সরকারি কলেজ শিক্ষক সমিতি। প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে এডহক নিয়োগের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, মহালছড়ি কলেজের অধ্যাপক আনোয়ার আলম, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রত্না কুসুম চাকমা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক জিমি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
মানববন্ধনে বক্তারা বৈষম্য না করে বে-সরকারি হতে সরকারিকরণের তারিখ থেকে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।