পিসিপি নেতার রতন চাকমা হত্যার ঘটনায়
দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
॥ দীঘিনালা উপজেলা প্রতনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচালং সরকারি ডিগ্রী কলেজ পিসিপি’র শাখার সাংগঠনিক সম্পাদক নিহত রতন চাকমা হত্যার ঘটনায় দীঘিনালায় বিক্ষোভ মিছিল সমাবেশ।
মঙ্গলবার (২০অক্টোবর) বিকাল ৪টায় দীঘিনালা উপজেলার পাহাড়ী ছাত্র পরিষদ জেএসএস (সংস্কার) এর আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেএসএস কার্যলয় থেকে শুরু হয়ে দীঘিনালা ডিগ্রী কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়ে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা পিসপি‘র সভাপতি মৃনাল কান্তি চাকমা।
সমাবেশ বক্তব্য দেন দীঘিনালা উপজেলা পিসিপি‘র শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জ্ঞান চাকমা, উপজেলা যুব সমিতি দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সোনামনি চাকমা, দীঘিনালা উপজেলা পিসিপির সাধারণ সম্পাদক রিংকু চাকমা প্রমূখ। সমাবেশে বক্তরা বলেন, সন্তু লারমা সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর ব্রাশ ফায়ারে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারী কলেজ শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা রত্ন চাকমাকে হত্যার দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।