[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

দেশের সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা

দীঘিনালায় মাইনী নদীতে ফুল ভাসিয়ে জাতির মঙ্গল কামনায় তিন ব্যাপী বিজু উৎসব শুরু

১১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পুরাতন বছরের দুঃখ, কষ্ট , গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সুন্দরের প্রত্যাশায় খাগড়াছড়ি দীঘিনালায় মাইনী নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সহ অন্যান্য সম্প্রদায়ের হাজারো মানুষ।

বুধবার (১২এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার মাইনী নদীতে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব-স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়। তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মারমা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।

এদিকে ফুল বিজু উপভোগ করতে সকালেই মাইনি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা মানুষের এ ফুল বিজু পালনের মধ্যে দিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

মাইনির জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আমাদের খুব খুশির দিন। জাতী, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমি নদীর জলে ফুল ভাসাই। বিজু’র আয়োজক কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা বলেন, ৩দিন ব্যাপি বিজু উৎসবের প্রথম দিনে মাইনী নদীতে ফুল ভাসীয়ে জাতির মঙ্গল কামনার করে বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে।