পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে শিক্ষাবৃত্তি প্রদান
বান্দরবানকে শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে- মন্ত্রী বীর বাহাদুর
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে শক্তশালী শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন প্রজন্মরা সুশিক্ষিত হয়ে এই জেলার সুনাম বয়ে আনবে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলু রহমান, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন। বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ, , শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব আশীষ বড়ুয়ার সঞ্চালনা করেন।
মন্ত্রী বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা সুশিক্ষিত হয়ে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলায় মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।