[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নিলামে বৈধতা পাচ্ছে, আগামীতে জব্দ বালু নিলাম বন্ধ: বান্দরবান জেলা প্রশাসকখাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডের ঘটনা, দুঃখের বিষয় আসামীকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেনবান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগবান্দরদবানের আলীকদমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ অর্থ প্রদানবড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় সূর্যমূখী ফুল চাষে লাভের স্বপ্ন দেখছে হাফিজুল

১১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর এলাকায় সূর্যমূখী ফুল চাষ করে লাভের স্বপ্ন দেখছে কৃষক মোঃ হাফিজুল রহমান।

হাফিজুল রহমান বলেন, আমি এক কানি (৪০শতক) জমিতে সূর্যমূখী ফুলের চাষ করেছি। এতে আমার প্রায় ৪০হাজার টাকা খরচ হয়েছে। আশানুরূপ ভাল ফসল হয়েছে। কৃষি অফিস থেকে প্রনোদনা মাধ্যমে আমাকে বীজ ও সার দিয়েছে। বিভিন্ন সময় চাষের জন্য পরামর্শও দিয়েছে। প্রথম চাষ করেছি লাভ হবে কিনা জানি না, তবে আশা করছি লাভ হব। আমি লাভবান হলে আমাকে দেখে আগামীতে অনেকে সূর্যমূখী ফুলের চাষ করবে। তবে সূর্যমূখী বীজের তেল নেয়া জন্য অনেকে অগ্রীম অর্ডার দিয়ে রেখেছে। এলাকার অনেকে ফুলের বাগান দেখতে আসে ছবি তুলে।

দীঘিনালা কৃষি অফিসের দেয়া তথমতে, এবার দীঘিনালা উপজেলায় ২০বিগা (আড়াই হেক্টর) জমিতে সূর্যমূখী চাষ করা হচ্ছে। এসব জমিতে প্রনোদনার মাধ্যমে সূর্যমূখী ফুলের বীজ ও সার দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, সূর্যমূখী ফুল চাষ একটা সম্ভবনাময় লাভ জনক ফসল। কৃষকদেরকে প্রনোদনার মাধ্যমে সূর্যমূখী ফুলের বীজ ও সার দেয়া হয়েছে এবং কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সূর্যমূখী চাষ হলে দেশের ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে। সূর্যমুখী একটি তেল জাতীয় ফসল। এটি স্থানীয়ভাবে উচ্চমূল্যের ফসল হিসেবেও পরিচিত। ভোজ্য তেলের মধ্যে সূর্যমূখী শরীরের জন্য অত্যন্ত ভালো তেল। এটি শরীরের কোলেস্টেরল ঠিক রাখে। সূর্যমূখীর বীজের তেল স্বাস্থ্য জন্য অনেক ভাল।