রুমায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
॥রুমা উপজেলা প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিভিন্ন সম্প্রদায় থেকে নৃত্য পরিবেশন, পায়রা ও ফানুস উড়িয়ে বান্দরবানে রুমা উপজেলায় সম্প্রীতি ফুটবল টুনার্মেন্ট উপজেলা যুব সংগঠনের আয়োজনে সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট -২০ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮অক্টোবর) বিকালে উপজেলার ৩৭টি শক্তিশালী ফুটবল দল নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্ণামেন্টটি মাঠ ভর্তি দর্শকের টান টান উত্তেজনা পূর্ণভাবে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কবুতর ও ফানুস উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রুমা উপজেলা পরিষদে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমা বিশেষ অতিথি বাজার ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাজিম,পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং,সদর ইউপি চেয়ারম্যান শৈবং মারমা শৈমং, সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজ, আশ্রম পাড়ায় অগ্রবংশ অনাথালয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উঃ নাইদিয়া ভিক্ষুসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক সম্প্রীতি ফুটবল টুনার্মেন্ট রুমা উপজেলার যুব সংগঠনের সভাপতি মংমং মারমা।পরিচালনা করেন সাধারন সম্পাদক লালথাংজুয়েল(জর্জ) বম।
ঞোহ্লামং মারমা ও প্রশান্ত ত্রিপুরা খেলার সংঞ্চালনায় উদ্বোধনী ম্যাচে আন্তর্জাতিক খেলার নিয়ম অনুসারে দায়িত্ববান রেফারি হিসেবে পালন করেছেন জছাইউ মারমা ও তার সহকারি রেফারি হিসেবে পালন করেছেন উচমং মারমা ও কোকোসিং মারমা। শক্তিশালী দুটি দলের মধ্যে মুনলাই পাড়া স্পোর্টিং ক্লাবের সিনথাংলিয়ান জার্সি নাম্বার ১০ ও জিংদনঙাক বম জার্সি নাম্বার ৬ খেলোয়াড় দুইজন একটি বার করে হলুদ কার্ড দেয়া হয়েছে অপরদিকে তাহনিং ক্লাবের মংহাইসিং মারমা জার্সি নাম্বার ১০ একটি বার হলুদ কার্ড দেয়া হয়েছে। তবে এ খেলায় আকর্ষনীয় হলো পরাজিত দলের যারা হলুদ কার্ড পেয়েছে তারা দুইজনেই গোল দিয়েছে। অপরদিকে অপরাজিত দল থেকে নুচশৈ মারমা জার্সি নাম্বার ৪ একটা গোল দিয়েছে।
খেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে তাহনিং স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মুনলাই পাড়া স্পোর্টিং ক্লাব। আগামী ৯রা নম্বেবর টুনার্মেন্টে ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের কথা রয়েছে।