থানচিতে বলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৩ দোকান পুড়ে ছাই
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে বলিপাড়া ইউনিয়নের প্রধান ব্যবসার বাণিজ্য প্রাণ কেন্দ্র বলি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫৩ দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার(২২ মার্চ) সকালে আনুমানিক সাড়ে ৫টা দিকে বলি বাজার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, বলি বাজারে জামাল নামক চা বিক্রিটা দোকানে প্রথমে আগুন ছড়াছড়ি দেখতে পান, এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক থানচি ফায়ার সার্ভিসের জরুরি কল নম্বরে যোগাযোগ করে ঘটনাটি জানিয়ে দেন স্থানীয় ব্যবসায়ীরা।
আরো জানা গেছে, বাজারে শতাধিক দোকানে মধ্যে বাজারে খোলা ফুট ফাটে দোকানসহ এ পর্যন্ত প্রায় ৫৩ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারে পশ্চিম দিকে দু,তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাতে থেকে বেঁচে যায়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছি। ব্যবসায়ীদের হিসাবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।