[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
টানা বর্ষণের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ৫৫ আশ্রয়কেন্দ্রসকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়াখাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছেদীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়বান্দরবানের থানচিতে খুমী সম্প্রদায়ের শিশুদের শিক্ষার আলোর স্বপ্নদ্রষ্টা ‘জোনাথান’রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছেঅবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিগণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রামগড়ে বিএনপি’র বিজয় র‍্যালিগণঅভ্যুত্থানের পূর্তিতে রাজস্থলীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিতগণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গায় বিএনপির বিজয় র‌্যালি
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক হেডম্যান কার্বারী সম্মেলন

৫৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে ৪৫ বিজিবি জোন কর্তৃক হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ মার্চ) সকালে বড়কল ৪৫ বিজিবি জোনের মাঠ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

বরকল ৪৫ বিজিবি নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর এর নেতৃত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও ভাইস চেয়ারম্যান( সংরক্ষিত) সুচরিতা চাকমা,বরকল থানা প্রতিনিধি তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ কাজী আরিফ উদ্দিন,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

প্রথাগত নেতৃবৃন্দের পক্ষে বক্তারা বলেন,বরকল উপজেলায় এখনো শান্তি সম্প্রীতি বজায় রয়েছে। তারই ধারাবাহিকতায় বরকলে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা অব্যাহত থাকবে। আর অত্র উপজেলার সাধারণ মানুষের জীবিকা নির্বাহের লক্ষ্যে এবং শিক্ষা ও যোগাযোগের স্বার্থে নিজস্ব জোট বাগান থেকে প্রয়োজনীয় গাছ বাজারজাত সহ বাড়ি নির্মাণে সহজ শর্তে ব্যবহারের অনুমোদনের জন্য নবাগত জোন অধিনায়কের মাধ্যমে বক্তারা দাবি তুলে ধরেন। আর ৪৫ বিজিবি জোনে নবাগত অধিনায়কের যোগদানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। সেই সাথে বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকে বক্তারা অনুরোধ জানান।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল শামসুল কবীর বলেন,বরকলে অন্যান্য উপজেলায় তুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,বরকলে কর্মজীবনে শুরু এবং শেষটা সবার সাথে ভাতৃত্ববোধ বজায় রেখে হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে যাতে কাজ করা যায় সেই লক্ষ্যে আজকের আলোচনা সভা। আর এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে একে অপরের প্রতি সহযোগিতা করা অত্যন্ত জরুরি। তবে একজন আরেকজন দৃষ্টিভঙ্গি হয়তো মিল না থাকতে পারে এটাই স্বাভাবিক। তারপরও ভালো থাকার জন্য একসাথে কাজ করতে হবে। তাছাড়া স্থানীয় হেডম্যান কার্বারীরা সরকার এবং জনগণের সাথে কাজ করে। আর সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে থাকতে পারে সেই লক্ষ্যে তাদের সঠিক চিন্তা ভাবনা করা উচিত।

তিনি আরও বলেন,সামপ্রদায়িক সম্প্রীতি,শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরামর্শ এবং নির্দেশ রয়েছে।তবে আমার উদ্দেশ্য সফল করতে সকলের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব।তাই একে অপরের বোঝাপড়া থাকাটা জরুরি।উন্নয়নের পথ সবসময় জটিল এবং কষ্টকর। সেজন্য স্থানীয় নেতৃবৃন্দের এগিয়ে আসার আহ্বান জানান। আর স্থানীয় নেতৃবৃন্দের তুলে ধরা দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ধারাবাহিকতা বজায় রেখে স্থায়ী সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শামসুল কবীর।
এসময় বরকল ৪৫ বিজিবি জোনের সদস্যবৃন্দ,জনপ্রতিনিধি ও প্রথাগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।