[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান

১৩০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘তিনটহরী উচ্চ বিদ্যালয়’র সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মত পুনর্মিলনী অনুষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম’র সংবর্ধনা অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সকাল থেকে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দীর্ঘদিন পর একসাথ মিলন মেলা অংশগ্রহণকে নানাভাবে স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখতে সেল্ফিসহ নানা কৌশল অবলম্বন করেছেন।ভাবে বিষয়ে আলোচনা সেরে দিতে দেয়া যায়। দীর্ঘদিন পর এমন আয়োজনে সকলের মাঝে আনন্দ ও আবেগময় দৃশ্য দেখা যায়।

দুপুরের মধ্যাহ্ন ভোজের পর মূল আলোচনা সভা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসমাকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। পরে ৪টার দিকে মঞ্চে আসে চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেরি ও বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী জিয়া উদ্দিন বাদশা। সন্ধায় তাদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, মানিকছড়ি থানা ওসি আনচারুল করিম, বেগম আতিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়৷

তবে প্রাক্তন শিক্ষার্থীরা মনে করছে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান উপজেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যে সর্বকালের সেরা আয়োজন ছিল। পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যা স্মৃতির পাতায় ধরে রাখার মত।

সকলের সার্বিক সহযোগিতা এতো সুন্দর আয়োজনের সমাপ্তি করতে পেরে আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে নতুন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এমন সুন্দর একটি আয়োজন করবে বলে মনে করেন প্রাক্তন শিক্ষার্থীরা।