সরকার শিক্ষাসহ পার্বত্য অঞ্চলে কোটি কোটি টাকার উন্নয়ন করছে
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি বলেছেন বর্তমান সরকার উন্নয়নের সরকার। পার্বত্য অঞ্চলে শিক্ষা উন্নয়নসহ বিভিন্নখাতে বর্তমান আ’লীগ সরকার কোটি কোটি টাকার উন্নয়ন করে চলছে।
বৃহস্পতিবার (১৬মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাপছড়িস্থ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমীক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়াগ্গা উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির কমিটির সভাপতি অরুন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, রাঙ্গামটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সৈয়দ মাহমুদ হাসান (উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) ও ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিৎ তনচংগা ও কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, ।
পরে অতিথিবৃন্দ রাঙ্গামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে ২.৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।